Cvoice24.com

কালভার্ট নয়, যেন মরণফাঁদ

পেকুয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ১ জুন ২০২৩
কালভার্ট নয়, যেন মরণফাঁদ

পেকুয়ার রাজাখালী ও বারবাকিয়া সংযোগ সড়কের একটি পানি নিষ্কাশনের কালভার্ট পরিণত হয়েছে মরণ ফাছদে। জালিয়াকাটা সাইক্লোন শেল্টারের সামনের কালভার্টটি ভেঙে দিনের রাতে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই প্রধান এ সড়কে চলাচল করছে অটোবাইক, ইজিবাইক ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন। সেখানে নেই কোন বিপদ সংকেত চিন্হও। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকা সড়কের ওই কালভার্টটির মাঝের অংশটির ছাদ ভেঙে গর্ত তৈরি হয়েছে। দূর থেকে গর্তটি অনুমান না হওয়ায় রাস্তায় চলাচলের সময় অনেক অজানা মানুষ ও যানবাহন প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন গর্তের মাঝে কোন প্রতীক চিহ্ন দেয়নি।

স্থানীয় বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম জিহাদি জানান, কয়েক মাস আগে কালভার্টটি ভেঙে যায়। প্রতিদিন সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী অটোবাইক, ইজিবাইক ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে। অথচ দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও সংশিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোন উদ্যোগ নেয়নি।

উপজেলা প্রকৌশলী আসিফ মাহামুদ বলেন, ক্ষতিগ্রস্ত কালভার্টটি ভেঙে ফেলে শিগগিরই নতুন করে নির্মাণ করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়