Cvoice24.com

তকি আর ক্যাম্পাস মাতিয়ে রাখবে না

পেকুয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ২ জুন ২০২৩
তকি আর ক্যাম্পাস মাতিয়ে রাখবে না

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ তকির (৭)  এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল ১১টায় সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

তকি ওই এলাকার বাসিন্দা ও পশ্চিম উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলামের ছেলে। সে পেকুয়া স্মার্ট স্কুলের নার্সারি বিভাগের ছাত্র।

প্রতিবেশীরা জানান, মোহাম্মদ তকির বাসার সামনে প্রতিদিনের ন্যায় খেলছিল। কোন এক সময়ে পার্শ্বের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি শুরু করে মা। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। 

বিষয়টি নিশ্চিত করেন তার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী।  

এদিকে তার মৃত্যুর খবর স্কুল শিক্ষকদের মাঝে পৌঁছলে এক আবেগঘন মুহূর্তে আবেগাপ্লুত হয়ে বিভিন্ন শিক্ষক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন, ‘আর মাতিয়ে রাখবে না পুরো ক্যাম্পাস তুমি মোহাম্মদ তকি’, আসবেনা আর এ খোলা প্রাঙ্গণে। তার শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পেকুয়া স্মার্ট স্কুল।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়