অপহৃত স্কুল ছাত্রকে সড়কে রেখে পালাল অপহরণকারীরা
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্য(৮)কে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে লেদা সড়কে পাওয়া যায় তাকে।
সে হ্নীলা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লেদা গ্রামের সুলতান আহমদের ছেলে।
রবিবার (৪ জুন) লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় সূর্য্য। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন পিতা সুলতান আহমদ।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম। তিনি বলেন, ভিকটিম শিশুর মা-বাবার ফোনে মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীচক্র। ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে পরিবারের সাথে যোগাযোগ করে। মুক্তিপণ দাবিতে ব্যবহৃত মোবাইল নম্বর ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হয়।
ওসি আরও জানান, ঘটনার পর গহিন পাহাড়সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। তাদের তৎপরতা ও সাড়াশি অভিযানের কারণে মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্যকে সড়কে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উদ্ধারপূর্বক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।