সাগরে ১০ জেলে হত্যাকাণ্ড: সেই ‘জলদস্যু সর্দার’ চট্টগ্রামে গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তার ‘জলদস্যু সর্দার’ খাইরুল বশর সুমন।
কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে হাত-পা বাঁধা ১০ জেলের মরদেহ উদ্ধারের ঘটনায় শীর্ষ জলদস্যু সর্দার খাইরুল বশর সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জলদস্যু খাইরুল বশর সুমন মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের মৃত মোস্তাক আহমদের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার এসআই (গোয়েন্দা) দুর্জয় বিশ্বাস জানান, সুমনকে ইতোমধ্যে কক্সবাজারে আনা হয়েছে। সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে, অস্ত্র ও অর্থের যোগান দিয়ে সে ১২/১৪ জনের একটি দলকে সাগরে ডাকাতি করতে পাঠিয়েছিল। ঘটনার রহস্য উন্মোচনে সুমনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তদন্ত কর্মকর্তা দুর্জয় বিশ্বাস।
এর আগে, ২৩ এপ্রিল কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র সৈকত এলাকায় ভাসমান ট্রলারের হিমঘর থেকে হাত-পা বাঁধা ১০ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় ২৫ এপ্রিল ট্রলারের মালিক নিহত সামশুল আলম প্রকাশ সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন।