Cvoice24.com

ট্রলারে বিস্ফোরণ/ চমেকে দগ্ধ আরও এক জেলের মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ৭ সেপ্টেম্বর ২০২৩
ট্রলারে বিস্ফোরণ/ চমেকে দগ্ধ আরও এক জেলের মৃত্যু

কক্সবাজারে মাছের ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রফিকুল ইসলাম (২২) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলামের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) দুপুরে মারা গেছেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম (২৬) নামে এক জেলে মারা যান। একইদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন রহিম উল্লাহ (৩০), আরমান (২২) ও শাহিন (৩৫) নামে তিনজনের মৃত্যু হয়। এছাড়া গত ৩ সেপ্টেম্বর একই ঘটনায় দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়। তার আগে ২ সেপ্টেম্বর ঢাকায় নেওয়ার পথে আয়ুব আলীর মুত্যু হয়।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়াছটার ৬ নম্বর ঘাট এলাকায় মাছের ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রলারের ১২ জেলে আহত হন। দগ্ধরা মোহাম্মদ সেলিমের মালিকানাধীন ট্রলারের জেলে। তারা কক্সবাজার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়