Cvoice24.com

টইটংয়ে অবৈধভাবে তোলা ১২ হাজার ঘনফুট বালু জব্দ

পেকুয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩
টইটংয়ে অবৈধভাবে তোলা ১২ হাজার ঘনফুট বালু জব্দ

কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নে অবৈধ তোলা ১২ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ। এসময় শফিউল আলম প্রকাশ (মিয়া সদর), বাদশা, জাবেদ, সাবেক নবু মেম্বার ও আমির হোছেনের অবৈধ পাহাড়ি বালু পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়। অভিযানে প্রায় ১২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এছাড়াও পেকুয়া চৌমুহুনী এলাকায় অভিযান চালিয়ে অযথা পার্কিংয়ের অপরাধে ৩টি টমটমের চালককে ৯শ’ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত বালু নিলামে তোলে ওই অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হবে।’

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়