Cvoice24.com

১০ ঘণ্টা পর সাগরে ভাসলো কুতুবদিয়ার নিখোঁজ মাঝির দেহ

পেকুয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১০ ঘণ্টা পর সাগরে ভাসলো কুতুবদিয়ার নিখোঁজ মাঝির দেহ

কক্সবাজারের কুতুবদিয়ায় সাঁতরে সাগর পাড়ি হতে গিয়ে নিখোঁজ মাঝি মো. এরফানের (২৬) মরদেহ ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উত্তর ধুরুং এলাকার কিল্লার পাড়া চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০ টায় সাগর থেকে কূলের একটু দূরত্বে থেকে তিনি নিখোঁজ হন। নিহত মো. এরফান (২৬)লেমশিখালী ইউনিয়নের হক পাড়ার মো. ইসমাইলের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উত্তর ধূরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি বলেন, ‘শুক্রবার সাড়ে ১০টায় ট্রলারটি সাগর থেকে মাছ ধরা শেষে কূলে ফিরে আসে এবং সাগর পাড় হতে একটু দূরত্বে ট্রলার নোঙ্গর করে। মাঝি মো. এরফান পান-সিগারেট খাওয়ার জন্য সাঁতরে সাগর থেকে কূলের আসার চেষ্টা করলে এ সময় সাগরে তলিয়ে যায়। পরে ১০ ঘণ্টা পর  শনিবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু হিসেবে থানায় নথিভুক্ত করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়