Cvoice24.com

কক্সবাজারে যাত্রী নিয়ে বোট ডুবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৩
কক্সবাজারে যাত্রী নিয়ে বোট ডুবি

কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাট থেকে মহেশখালী যাওয়ার পথে ৩০/৪০ জন যাত্রী নিয়ে একটি কাঠের বোট উল্টে গেছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা থেকে মহেশখালী ফেরার জন্য ঘাটে মানুষের ভিড় ছিল। কিন্তু পর্যাপ্ত বোট না থাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। ওইসময় ৩০/৪০ জন যাত্রী একটি কাঠের বোটে উঠলে বোটটি উল্টে গিয়ে যাত্রীরা পানিতে পড়ে যায়। তাদের মধ্যে একাধিক নারী ও শিশু ছিল। 

তারা জানান, কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোন যাত্রী নিখোঁজ আছে কিনা তাৎক্ষণিক জানা যায় নি। তবে শিশু ও নারী যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পরপরই ঘাট পরিচালনার দায়িত্বে থাকা লোকজন শটকে পড়ে। যাত্রীরা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু কোন যাত্রী নিখোঁজ আছে কিনা সেই বিষয়ে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেয় নি ঘাট কর্তৃপক্ষ।

সর্বশেষ

পাঠকপ্রিয়