Cvoice24.com

‘ঐ খালেক তোমাকে ক্রসফায়ারে দিব’

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ৪ অক্টোবর ২০২৩
‘ঐ খালেক তোমাকে ক্রসফায়ারে দিব’

কক্সবাজার মহেশখালীতে আবদুল খালেক চৌধুরী নামের এক ইউপি চেয়ারম্যানকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ক্রসফায়ারের হুমকি দিলেন দুর্বৃত্তরা। 

এ ঘটনায় বুধবার (৪ অক্টোবর) দুপুরে মহেশখালী থানায় জিডি করেছেন ওই চেয়ারম্যান। 

আবদুল খালেক চৌধুরী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান এবং পেশায় আইনজীবি।

জিডির বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, ক্ষুদে বার্তা পাঠিয়ে হুমকি দেয়ায় ইউপি চেয়ারম্যান জিডি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

জিডির সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আবদুল খালেক চৌধুরী সংসদ সদস্য পদে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ঘোষনা দেয়ার পর বিভিন্ন মাধ্যম থেকে তাকে হুমকি দেয়া হচ্ছে। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় একটি এয়ারটেল নাম্বার থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ওই ক্ষুদে বার্তায় লিখা হয়— ‘ঐ খালেক তোমাকে ক্রসফায়ার দিব।’

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, বড়মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করায় গত ১৬ ও ১৮ জুন তাকে ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার থেকে তাকে হুমকি দেয়া হয়েছিল। তখনও তিনি জিডি করেছিলেন।

ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী বলেন, নির্বাচনে অংশ নেয়ার অধিকার সবার আছে। কিন্তু আমি সংসদ নির্বাচন করবো শুনে, আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। এখন পরিবার নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

সর্বশেষ

পাঠকপ্রিয়