মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই জেলের মৃত্যু
মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫মে) দুপুর ২টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর আবাসন প্রকল্পের আমান উল্লাহর টমটম গ্যারেজে এ ঘটনা ঘটে।
মৃত জেলেরা হলেন, শাপলাপুর দিনেশপুর গ্রামের মৃত আবুল হাই মুন্সির পুত্র ঈমাম উদ্দিন (৩২) এবং নুরুল আলমের পুত্র নুরুল আবছার (৪০)।
প্রত্যক্ষদর্শী নাছির উদ্দিন বলেন, ভোর ৪টায় তারা ১৬ জন জেলে টানা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। দুপুরে দিনেশপুর আবাস প্রকল্পের রাস্তা দিয়ে মাছ ধরে ফিরছিল তারা। তখন জেলে ঈমাম উদ্দিন রাস্তার পাশে থাকা গ্যারেজে রাখা টমটমে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে নুরুল আবছারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে দুজনকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, নিহত দুইজনের মরদেহ সুরতহাল করা হচ্ছে। ঘটনার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।