উখিয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
সিভয়েস২৪ ডেস্ক
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হোছন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদের হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার ধুরুমখালী ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোছন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মৃত আলী আহমদের পুত্র। আহতরা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজী নুর মোহাম্মদের ছেলে মো. মফিজুর রহমান (৩৮) ও একই ইউনিয়নের চাকবৈঠা গ্রামের সোনা মিয়ার স্ত্রী তৈয়বা বেগম (৩৫)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, শনিবার সন্ধ্যায় উখিয়ার ধুরুমখালী ব্রিজ সংলগ্ন এলাকায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষ হলে তিন জন গুরুতর আহত হয়। উদ্ধার করে তাদের উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোহাম্মদ হোছেনকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে।