কক্সবাজারে পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর মৃত্যু
কক্সবাজার প্রতিবেদক, সিভয়েস২৪
কক্সবাজারে পাহাড় ধসে এক দম্পতি মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের বাদশাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ৮ মাস আগে এ দম্পতির বিয়ে হয়।
নিহতরা হলেন- স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। তাদের এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বাদশা ঘোনা ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জেম। ৮ মাস আগে তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাইমুনা।
প্রতিবেশী ও স্বজনেরা জানান, রাতভর ভারী বৃষ্টিতে ভোররাতে পাহাড় ধসের মৃত্যুর ঘটনা ঘটে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার ফোন দেয়া হলেও সাড়া পাওয়া যায়নি। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির। তিনি জানান, পাহাড় ধসে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, মুয়াজ্জিনের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রকিবুজ্জামান জানান, পাহাড় ধসে নিহত দুই জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। প্রাথমিক সুরতহালের পর ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।