পেকুয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
সিভয়েস২৪ ডেস্ক
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে প্রাণ গেছে শিশুসহ একই পরিবারের ৩ সদস্যের। রবিবার (১৮ আগস্ট) ভোররাতে উপজেলার শিলখালী ইউনিয়নের ঢালার মুখ সেগুন বাগিচা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— শিলখালী জারুলবুনিয়া ঢালার মুখ সেগুনবাগিচা এলাকার দুবাই প্রবাসী সরওয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪২), ময়না আক্তার (২২) ও নাতনি মাহি জান্নাত (৮)।
জানা যায়, ভোর রাতে হঠাৎ বজ্রপাতের মত বিকট শব্দ শোনা যায়, এরপর প্রতিবেশিরা গিয়ে দেখে বসতবাড়ি পিছনে থাকা পাহাড়ের একাংশ সেমিপাকা বসতঘরটিতে ধসে পড়ে। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় দুই শিশুসহ মমতাজ বেগমকে ইটের দেয়াল ও মাটিতে চাপা পড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ের পাদদেশে কয়েক বছর আগে বাড়িটি নির্মাণ করেন প্রবাসী সরওয়ার। ওই ঘরে তার স্ত্রী মমতাজ বেগম একাই থাকতেন। সম্প্রতি দাম্পত্য কলহের জেরে শিশুকন্যা মাহিকে নিয়ে মেয়ে ময়না আক্তার মায়ের সঙ্গে থাকা শুরু করেন। রবিবার রাতভর প্রবল বর্ষণে ঘরের উপরের অংশে পাহাড় ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে, ঝুকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে বসবাসকারীদের।