Cvoice24.com

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ২৩ আগস্ট ২০২৪
চকরিয়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

কক্সবাজারের চকরিয়ায় পানির স্রোতে ডুবে হাবিব (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হাবিব ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু এক সঙ্গে বাড়ি থেকে বের হয়ে বন্যার পানি দেখতে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের ওপর দিয়ে যাওয়া পানির স্রোতে ভেসে যায় তারা। তাদের মধ্যে দু জন সাঁতার কেটে উঠতে পারলেও স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে মারা যায় হাবিব। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানকান কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করে। 

শিশু হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: