মাকসুরা নুরের পদত্যাগ দাবিতে পেকুয়ায় মানববন্ধন
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
নার্সিং পেশা নিয়ে বৈষম্য ও প্রতিহিংসামূলক কটুক্তি প্রতিবাদে কক্সবাজারের পেকুয়ায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং ও মিডওয়াইফারি অফিসাররা। এ সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবি করেন তারা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নার্সিং অফিসার ইনচার্জ উম্মে বিলকিছের সার্বিক দিকনির্দেশনায় এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং অফিসারদের নিয়ে বৈষম্য ও প্রতিহিংসামূলক জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফার কাউন্সিলে প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের যৌক্তিক দাবি তোলেন তারা।
এ সময় নার্সিং অফিসার ইছমত জাকিয়া, নার্সিং অফিসার মাহবুব আলম, নার্সিং অফিসার জান্নাতুল ফেরদৌস, নার্সিং অফিসার রুমা দত্ত, নার্সিং অফিসার চমক আরাসহ অন্যান্য নার্সিং ও মিডওয়াইফারি অফিসাররা উপস্থিত ছিলেন।