কক্সবাজারে বার্জের ধাক্কায় দ্বিখন্ডিত নৌবাহিনীর জেটি
সিভয়েস২৪ ডেস্ক
ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে টেউয়ের তোড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি।বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার মধ্যরাতের পর ২-৩ টার সময় ছিল পূর্ণ জোয়ার। এসময় ঢেউয়ের প্রচণ্ডতায় জেটির সাথে বাঁধা সংস্কার কাজে ব্যবহৃত একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটির বড় একটি অংশ ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।
ইনানী জেটিঘাট এলাকার চা দোকানি আব্দুল মাজেদ বলেন, ‘বার্জটি জেটির সাথে বেঁধে রাখায় মধ্যরাত থেকে বাতাসের ধাক্কায় বড় বড় আওয়াজ শুনা যাচ্ছিল। কিন্তু এ সময় কেউ জেটিতে এবং বার্জে ছিল না।’
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, কি কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এদিকে গত বছর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ আসা যাওয়া করছিল ওই জেটি দিয়ে। এ বছরও পর্যটন মৌসুমের শুরুতে পহেলা নভেম্বর থেকে এ জেটি দিয়ে দ্বীপে যাতায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।