Cvoice24.com

কুতুবদিয়ায় মা-মেয়েকে রান্নাঘরে কুপিয়ে হত্যা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৯:২১, ২৫ অক্টোবর ২০২৪
কুতুবদিয়ায় মা-মেয়েকে রান্নাঘরে কুপিয়ে হত্যা

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবরডেইলের শান্তিবাজার এলাকায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের কোন এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসাইন। তবে কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তিনি জানাতে পারেননি।

নিহতরা হলেন- ওই এলাকার নুরুল আলম সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩৫) ও তার মেয়ে মুনতাহা প্রকাশ জারিয়া আকতার (৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির কর্তা নুরুল আলম সওদাগর জুমার নামাজ পড়তে স্থানীয় মসজিদে  যান। সেখান থেকে বাড়ি ফিরে কারো কোনো সাড়া না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এ সময় রান্না ঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। সেটা দেখেই জ্ঞান হারান তিনি ৷ বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসাইন বলেন, ‘হত্যার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখি মা ও মেয়ের মরদেহ বাড়ির রান্না ঘরে পড়ে রয়েছে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা জানা যায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: