পেকুয়ায় জামায়াতের কর্মী সমাবেশে
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
সমাবেশে মাওলানা শাহজাহান চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা জামায়াতের সভা সমাবেশ নিষিদ্ধের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। এ দেশে একনায়কতন্ত্র কায়েম করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল। তবে জামায়াতে ইসলামী সহ ইসলামী মূল্যবোধকে শেষ করে দিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেও শেষ রক্ষা হয়নি। সেই হাসিনা এখন পালিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম মুছে দিবে জনগণ। আগামীর বাংলাদেশ হবে ছাত্র-জনতার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক,জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, কক্সবাজার জেলা ইসলামীর ছাত্র শিবিরের সভাপতি মুছা ইবনে হোছাইন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সাবেক পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুজ্জামান মঞ্জু, সরফরাজ আল নেওয়াজ চৌধুরী।