Cvoice24.com

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪, ৭ নভেম্বর ২০২৪
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, দুই বন্ধু মিলে ঈদগাঁও বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। তারা রেললাইন পার হতে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: