Cvoice24.com

পেকুয়ায় নুরুল হোছাইন চেয়ারম্যান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ২১:০৫, ৮ নভেম্বর ২০২৪
পেকুয়ায় নুরুল হোছাইন চেয়ারম্যান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ বারের মত এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এতে চকরিয়া ও পেকুয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। 

পরীক্ষা চলাকালীন আয়োজক জায়কা নূর ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান শাহাদাত হোছাইন ছিদ্দিকী, শিলখালী ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হোছাইন, চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক সালাউদ্দিন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক মোহাম্মদ আলম, শিক্ষক মোহাম্মদ মহসিন ও আনচারুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

আগামী ১৬ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ হবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: