Cvoice24.com

কক্সবাজারে আবাসিক হোটেলে থেকে ১৯ ইউপি সদস্য আটক

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ৯ নভেম্বর ২০২৪
কক্সবাজারে আবাসিক হোটেলে থেকে ১৯ ইউপি সদস্য আটক

পর্যটন শহর কক্সবাজারে আবাসিক হোটেল থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাতে ইউনি রিসোর্ট নামে এক আবাসিক হোটেলের সম্মেলন কক্ষ থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, জেলার ৯ উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন তারা। সভায় ৭০ জন ইউপি সদস্য ছিলেন। এক পর্যায়ে পুলিশ উপস্থিত হয়ে সভাটি পণ্ড করে দেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। তিনি জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। বৈঠকে উপস্থিত অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে।

তবে যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে— জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: