পরলোকে সুশীলা সরকার
সিভয়েস২৪ ডেস্ক

ডায়মন্ড সিমেন্টের বিপণন কর্মকর্তা সুধীর সরকারের মা সুশীলা সরকার মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার খুরুশকুল উত্তর সরকার পাড়াস্থ নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুশীলা সরকার খুরুশকুল উত্তর সরকার পাড়ার প্রয়াত জোতিন্দ্র মোহন সরকারের স্ত্রী। তার বয়স হয়েছিল ১০৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনও গুনগ্রাহী রেখে যান।
তার মরদেহ ওই দিন সন্ধ্যায় খুরুশকুল উত্তর সরকার পাড়াস্থ শ্মশানে দাহ করা হয়। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার তার শ্রাদ্ধ অনুষ্ঠান প্রয়াতের নিজবাড়িতে অনুষ্ঠিত হবে।
কক্সবাজার সব খবর