টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২
প্রতিনিধি, সিভয়েস২৪

কক্সবাজারের টেকনাফ পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন—টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার মকতুল হোছেনের ছেলে শামসু উদ্দিন (৩৭) ও একই ইউনিয়নের কাঞ্জরপাড়ার আবুল কাশেমের ছেলে আবুল হোছন (২৮)।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ।
তিনি জানান, শনিবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি থেকে সাড়ে ৩ কিলোমিটার উত্তর দিকে লম্বাবিল শাহজাহানের ডিয়ার ফরিদ হাজীর মাছের ঘের সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই মাদককারবারিকে আটক করা হয়।
অপরদিকে একইদিনে ভোরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে কাঞ্জরপাড়া থেকে থ্যাংখালীগামী একটি সিএনজি অটোরিকশা চালকের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে চালককে আটক ও সিএনজিটিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক আসামিদের জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজিসহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার সব খবর