Cvoice24.com

ফটিকছড়িতে ব্যবহারে অযোগ্য হালদা ব্রিজ

প্রকাশিত: ১১:২৪, ২২ এপ্রিল ২০১৮
ফটিকছড়িতে ব্যবহারে অযোগ্য হালদা ব্রিজ

-ফাইল ছবি

উত্তর চট্টগ্রামের বানিজ্যিক রাজধানী নাজিরহাট বাজারের পাশে হালদা নদীর উপর নির্মিত পুরাতন ব্রিজটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।

জানা যায়, ফটিকছড়ি উপজেলার প্রবেশদ্বার নাজিরহাট পৌরসেভার অর্ন্তগত নাজিরহাট বাজারের পশে হালদার উপর নির্মিত পুরাতন ব্রিজটি কবে নির্মিত হয়েছে তার সঠিক সময় কারা জানা নেই। তবে স্থানীয়দের ধারনা কমপক্ষে ২০০ বছর পূর্বে নির্মিত হয়েছে ব্রিজটি। প্রায় তিনশ ফুট দৈর্ঘ ও দশ ফুট প্রস্থের ব্রীজটির উপর স্বাধীনতা যুদ্ধের সময় মাইন বিস্ফোরন ঘটানো হলে ব্রীজটির মধ্যংশ পুরোপুরি ভেঙ্গে পড়ে। ১৯৯২ সালের দিকে সড়ক ও জনপদ বিভাগ ব্রিজটির সংস্কার কাজ করলেও অল্প সময়ে ব্রিজটি মারাত্মক ঝুকিঁর রূপ নেয়।

বর্তমান ব্রিজটির দু পাশ রেলিং ভেঙ্গে গেছে, নষ্ট হয়ে পড়েছে মানুষ দাড়ানোর বক্সগুলো। ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করা হলেও চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে পারপার হয়। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ বাজারে আসা প্রতিদিন হাজার হাজার জনসাধারনের পারাপারের অন্যতম মাধ্যম এ ব্রীজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে,তারা অতি সত্ত্বর একটি নতুন ব্রীজ নির্মানের দাবী জানান।

ব্রিজটি দিয়ে পারাপরকারী সোহেল রানা বলেন,ব্রীজটি দিয়ে বাধ্য হয়ে পারপার হয়। বড় ভয় লাগে কখন কি হয়ে যায়।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা সাংসদ আলহাজ্ব নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, অচিরেই ব্রিজটি নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে।

-সিভয়েস/কেএম

67

সর্বশেষ

পাঠকপ্রিয়