Cvoice24.com

সন্দ্বীপে আনসার ভিডিপি’র ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ১৩:৪৭, ২২ এপ্রিল ২০১৮
সন্দ্বীপে আনসার ভিডিপি’র ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

ছবি: প্রতিনিধি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার-ভিডিপি সদস্যদের ৩ দিন ব্যাপী ব্যবস্থাপনা প্রশিক্ষণ সন্দ্বীপে শুরু হয়েছে। এ উপলক্ষে ২২ এপ্রিল সকাল ১১ টায় সন্দ্বীপ উপজেলাস্থ কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি.এ। উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় প্রয়োজনে আনসার-ভিডিপি সদস্যরা বিশেষ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান। তিনি বলেন, পুলিশের পাশাপাশি দেশের ও জনগনের জান মালের হেফাজতে আনসার-ভিডিপি সদস্যরা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও বায়েজিদ থানা আনসার-ভিডিপি কর্মকর্তা মো: মোস্তফা কামাল। 

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ৩ দিন ব্যাপী সন্দ্বীপের এ প্রশিক্ষণে সন্দ্বীপ উপজেলার আনসার কোম্পানীর ১১৫ জন সদস্য ও মহিলা কোম্পানীর ৩২ জন সদস্য অংশ নিচ্ছে। আগামী ২৪ এপ্রিল এ প্রশিক্ষণের সমাপনী হবে। অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু ও উপজেলা সাবেক আনসার-ভিডিপি কর্মকর্তা মো: আবু তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো: জসিম উদ্দিন চৌধুরী।  

সিভয়েস/ইকেবি/এমআইএম

55

সর্বশেষ

পাঠকপ্রিয়