Cvoice24.com

বাঁশখালীতে বন বিভাগের অভিযানে আটক ২, ট্রাক জব্দ

প্রকাশিত: ১২:২৭, ২৯ মে ২০১৮
বাঁশখালীতে বন বিভাগের অভিযানে আটক ২, ট্রাক জব্দ

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি বনবিটের আওতাধীন গহীন পাহাড়ে চোরাই কাঠসহ ২ বনদস্যুকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় বনদস্যুদের কর্তনকৃত বিপুল পরিমাণ কাঠ ও তাদের ব্যবহৃত ১টি মিনি ট্রাকও জব্দ করেছে বনরক্ষীরা। 

মঙ্গলবার (২৯ মে) ভোর সকালে আটককৃত ২ আসামীকে বিকেলে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে বনবিভাগের লোকজন। তাছাড়া আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত বন আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। 

আটককৃতরা হলেন, পুঁইছড়ি ইউপি’র পূর্ব পুঁইছড়ি গ্রামের মৃত আলী আহমদের পুত্র রশিদ আহমদ (৪০) ও একই এলাকার মৃত ছৈয়দুল আলমের পুত্র মোঃ সাহাব উদ্দিন (২৩)। 

এ ব্যাপারে ইকোপার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পুঁইছড়ি বিটের অধীনে জঙ্গল পুঁইছড়ি মৌজার আবদুল্লাহর ঝিরি এলাকার বন বিভাগের সৃজিত বাগান হতে গভীর রাতে কর্তনকৃত গাছ সকালে ট্রাক বোঝাই করার সময় আমাদের টহলরত বনরক্ষীরা দুই বনদস্যুকে আটক করেছে। এ সময় তাদের গাছ পরিবহনের একটি মিনি ট্রাকও আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সিভয়েস/এমবিটি/এমআইএম 

বাঁশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়