Cvoice24.com

নিখোঁজ হওয়ার ২২ঘন্টা দোহাজারী'র ব্যবসায়ী রাব্বী অক্ষত উদ্ধার

প্রকাশিত: ১৪:০৭, ২৯ মে ২০১৮
নিখোঁজ হওয়ার ২২ঘন্টা দোহাজারী'র ব্যবসায়ী রাব্বী অক্ষত উদ্ধার

ছবি: প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার বাগিচাহাট বাজারে পাওনা টাকা তুলতে গিয়ে নিখোঁজ হওয়া দোহাজারী পৌরসভার শুভ এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী সুমিত হায়দার রাব্বী নিখোঁজ হওয়ার ২২ঘন্টা পর উপজেলার বরকল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। 

মঙ্গলবার (২৯ মে) সকালে বরকল ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তার পার্শ্বে ব্যবসায়ী রাব্বীকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে তার কাছ থেকে নাম্বার নিয়ে তার পরিবারকে খবর দেন স্থানীয় এলাকাবাসী। 

রাব্বীর চাচা জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার সকালে বরকল এলাকা থেকে ঐ এলাকার একজনের ফোন পেয়ে আমরা সেখানে যাই এবং রাব্বীকে নিয়ে চন্দনাইশ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ীতে নিয়ে এসেছি। উদ্ধার হওয়া সুমিত হায়দার রাব্বী দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব দোহাজারী এলাকার মৃত ওসমান গনির পুত্র। দোহাজারী পৌর সদরে শুভ এন্টারপ্রাইজ নামে তার (পাইকারী চাউলের আরত) ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

রাব্বীর মামা মোঃ শফি উল্যাহ্ জানান, গতকাল সোমবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টায় দোহাজারী থেকে দোহাজারীস্থ শুভ এন্টারপ্রাইজ (চাউলের আরৎ) হতে বাগিচাহাট বাজারে পাল ষ্টোর হইতে পাওনা টাকা আনার জন্য যায় সুমিত হায়দার রাব্বী। পরবর্তীতে আনুমানিক সাড়ে ১০টায় রাব্বীর (০১৮৩৩-২০২৬৩০) নাম্বারে রাব্বীকে ফোন দেন তার মামা মোঃ শফি উল্লাহ্। তখন রাব্বী জানায় সে চলে আসছে, হাসিমপুর বড়পাড়া এলাকা অতিক্রম করছে বলেও জানায় সে সময়। যথাসময়ে ফিরে না আসায় পুনরায় রাব্বীকে ফোন দেন তার মামা মোঃ শফি উল্যাহ। 

এসময় রাব্বীর ফোন বন্ধ পাওয়ায় তার মামা শফি উল্যাহর মনে সন্দেহ জাগে। সম্ভাব্য সবস্থানে অনুসন্ধান চালিয়েও রাব্বীর কোন খোঁজ খবর না মিললেও রাব্বীর ব্যবহৃত মোটর সাইকেল (চট্টমেট্টো-ল-১৩-৮৬৬৫), মাথার হেলমেট এবং তার ব্যবহৃত মোবাইল বরকল ব্রিজের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে রাব্বী নিখোঁজ রয়েছেন দাবী করে সোমবার (২৮ মে) সন্ধ্যা ৭টায় তার মামা মোঃ শফি উল্যাহ্ চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে রাব্বীদের বাড়ীতে গিয়ে উদ্ধার হওয়া ব্যবসায়ী সুমিত হায়দার রাব্বীর সাথে আলাপকালে সে জানায়, গতকাল সোমবার (২৮ মে) সকালে বাকি টাকা উত্তোলন করে বাগিচাহাট থেকে দোহাজারী ফেরার সময় হাসিমপুর বড়পাড়া এলাকার অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল নামক স্থানে কক্সবাজারগামী কালো রংয়ের একটি বিমান শো গাড়ী থেকে কয়েকজন যুবক তার মোটরসাইকেল থামাতে বলে। মোটর সাইকেল থামানোর পর কিছু বুঝে ওঠার আগে একজন তার গালে থাপ্পর দেন এবং অপর কয়েকজন তাকে টেনেহিঁচড়ে গাড়ীতে তুলে চোখ-মুখ বেধে তার পকেটে থাকা টাকা, মোবাইল ও মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। সারারাত বিমান শো গাড়িতে করে বিভিন্ন জায়গা ঘুরায় এবং নাকে কিছু একটার ঘ্রান পেয়ে একসময় সে অচেতন হয়ে যায়। যখন কিছুটা হুঁশ আসে তখন সে রাস্তার পাশে পড়ে ছিল। শরীর নিস্তেজ থাকায় স্থানীয় এক পথচারীকে ইশারায় ডেকে তার চাচা জয়নাল আবেদিনকে ফোন দিতে বলে। 

কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে জানতে চাইলে রাব্বী জানায়, লোকগুলোকে সে চিনতে পারেনি তবে তাদের কথাবার্তায় ধারণা করছেন তারা চট্টগ্রামের বাইরে অন্য কোন জেলার লোক। 

রাব্বীর চাচা জয়নাল আবেদিন বলেন, ভাতিজাকে অক্ষত পেয়ে আমরা খুশি। মহান আল্লাহর দরবারে শোকরিয়া জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি চন্দনাইশ থানা পুলিশ, র‌্যাব, ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী সাংবাদিক ভাইদের।

সিভয়েস/কেআইএম/এমআইএম

চন্দনাইশ প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়