Cvoice24.com


লোহাগাড়ায় অবৈধ ফুটপাত উচ্ছেদ ও জরিমানা

প্রকাশিত: ০৯:২৩, ২ জুন ২০১৮
লোহাগাড়ায় অবৈধ ফুটপাত উচ্ছেদ ও জরিমানা

লোহাগাড়ায় বটতলী স্টেশনে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম

লোহাগাড়া উপজেলার বটতলি মোটর স্টেশনে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম।

প্রায় ৩ ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মো: মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় সাংবাদকর্মীবৃন্দ।
৩ ঘন্টা ব্যাপী অভিযানে লোহাগাড়া বটতলি স্টেশনে ফুটপাতে অবৈধ ভাবে বসা দোকান গুলোকে উচ্ছেদ করেন। বিভিন্ন দোকানের বাহিরে মালামাল রেখে জনসাধারণের চলাচলারে বিঘ্ন ঘটানোর অপরাধে ১৪ দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম সাংবাদিকদের বলেন, সড়কে যানজট সৃষ্টির জন্য কোন প্রকার দোকান বসানো যাবে না। বাজারের আলুরঘাট সড়কে ১৪ দোকানদার দোকানের বাইরে মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে দোকানের বাহিরে মালামাল না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

-সিভয়েস/সা.হা.

 

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়