Cvoice24.com


লোহাগাড়ায় ফুটপাতে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১০:৩৫, ৩ জুন ২০১৮
লোহাগাড়ায় ফুটপাতে উচ্ছেদ অভিযান

ছবি: প্রতিনিধি

লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারে রবিবার (৩ জুন) বেলা ১২টায় ঘন্টা ব্যাপী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ফুটপাত ঘেষে গড়ে ওঠা দোকান গুলো ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আব্দুল আউয়াল, এসআই জাকির সিকদার, এসআই আতিকুর রহমান খান, এসআই মুফিজুর রহমান, এএসআই জামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

সাতকানিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জান মোল্যার নেতৃতে লোহাগাড়া থানা পুলিশ উপজেলার পদুয়া বাজারে উচ্ছেদ অভিযানে অংশ নেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ ভাবে দোনের মালামাল রেখে ও দোকান বসিয়ে জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী।

সাতকানিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, ফুটপাত দখল করা যাবে না। জনসাধারণের চলাচল স্বাভাবিক হতে হবে। তিনি আরো বলেন, যারা অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকওোন বসিয়েছে তাদেরকে দোকান ভেঙ্গে মালামাল সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়কে গাড়ি চলাচলের জন্য স্বাভাবিক থাকতে হবে। কোন প্রকার যানজট থাকতে পারবে না। আর যারা পরবর্তীতে অবিৈধ ভাবে ফুটপাত ঘেষে দোকান বসাবে ও মালামল রাখবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

সিভয়েস/জেআই/এমআইএম

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়