Cvoice24.com


কক্সবাজারে মাংসের দর নির্ধারণ, ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১৪:০২, ৩ জুন ২০১৮
কক্সবাজারে মাংসের দর নির্ধারণ, ধর্মঘট প্রত্যাহার

ছবি: প্রতীকি

কক্সবাজারে অবশেষে নির্ধারণ করা হয়েছে গরু মাংসের দর। এখন থেকে গরু মাংস বিক্রি হবে কেজি প্রতি ৫০০ টাকায়। সন্তোষজনক দর নির্ধারণ হওয়ায় ব্যবসায়ীরা প্রত্যাহার করে নিয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট।

সূত্রমতে, সম্প্রতি পৌরসভা শহরের বাজার গুলোতে মাংসের দর নির্ধারণ করে দেয়। এতে গরু মাংসের দর ধরা হয় ৪৫০ টাকা। ওই দর নিয়ে শুরু থেকেই আপত্তি তুলে মাংস ব্যবসায়ীরা। কিন্তু পৌরসভা সিদ্ধান্ত বহাল রাখায় গত শুক্রবার দুপুরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় মাংস ব্যবসায়ীরা। এরফলে চরম বিপাকে পড়ে ক্রেতারা।
এদিকে মাংস নিয়ে চলা ধর্মঘট সমাধানে শেষ পর্যন্ত এগিয়ে আসে জেলা প্রশাসন। 

আজ রোববার (৩ জুন) শহরের মাংস ব্যবসায়ীদের সাথে বসে মাংসের দর ঠিক করে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আবচার। এতে গরু মাংসের দর ঠিক করা হয় ৫০০ টাকা। পরে জেলা প্রশাসনের ঠিক করে দেওয়া দর মেনে সব ব্যবসায়ীরা একযোগে ধর্মঘট প্রত্যাহার করে নেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আবছার বলেন, ‘সবার সাথে আলাপ করে গরু মাংসের দর ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীরা এই দর মেনে নিয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।’

সিভয়েস/এএন/এমআইএম

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়