Cvoice24.com


লোহাগাড়ায় আগুনে পুড়ল ১১ জেলের ঘর

প্রকাশিত: ১৪:১১, ১৮ জানুয়ারি ২০২১
লোহাগাড়ায় আগুনে পুড়ল ১১ জেলের ঘর

লোহাগাড়া উপজেলার পদুয়া জলদাশ পাড়ার ১১ জেলের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কাউছার উদ্দিন।

ক্ষতিগ্রস্থরা হলেন, মৃত স্বর্ণকুমার জলদাশের ছেলে পরিমল জলদাশ, মৃত টুন্টু জলদাশের ছেলে সুধীর জলদাশ, হরিমহল জলদাশের ছেলে মৃদুল জলদাশ, সুবল জলদাশ, রবি জলদাশ, নপু জলদাশ, সুনীল জলদাশের ছেলে ছোটন জলদাশ ও সুমন জলদাশ,  মৃত আশিক জলদাশের ছেলে চিত্র রঞ্জন জলদাশ ও নন্দলাল জলদাশ, লেদুরাম জলদাশের ছেলে সোনারাম জলদাশ। তারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

সরেজমিন পরিদর্শনে স্থানীয়রা জানান, অনুকুল জলদাশ ছোটনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে নিমিষে পুড়ে ছাই হয়ে যায় ১১ পরিবারের বসত ঘর। ক্ষতিগ্রস্তরা সবাই জেলে। বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি। স্থানীয়রা ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন। 

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়