Cvoice24.com

স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা; র‌্যাবের হাতে ধরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ৩০ জানুয়ারি ২০২১
স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা; র‌্যাবের হাতে ধরা

র‌্যাবের হাতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দম্পত্তি

দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিলেন জাকির হোসেন ও তার স্ত্রী। তবে শেষ রক্ষা হয়নি, গতকাল শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি বিএমএ গেইট এলাকা থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. জাকির হোসেন কক্সবাজার সদর থানার কলাতলী জজ্জরী কুয়া  ১২ নং ওর্য়াডের  মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ও মরিয়ম খাতুন (৪০) তার ছেলের স্ত্রী।

অন্যদিকে পৃথক একটি অভিযানে ১১ কেজি গাঁজাসহ আরুফা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। আরুফা বেগম উখিয়ার উত্তর সুনাইছড়ি (জানিয়া পাড়া) মৃত রহমত উল্লাহর স্ত্রী।

শনিবার  (৩০ জানুয়ারি)  র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এক এ তথ্য জানান।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, শুক্রবার সীতাকুণ্ড ও জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৬ লাখ ৭০ হাজার টাকার মাদকদ্রব্যসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়