Cvoice24.com

ফটিকছড়িতে রোজাদারগণ আকৃষ্ট হচ্ছেন মুখরোচক খাবারের প্রতি

প্রকাশিত: ১৪:১২, ২১ মে ২০১৮
ফটিকছড়িতে রোজাদারগণ আকৃষ্ট হচ্ছেন মুখরোচক খাবারের প্রতি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজানের অনন্য আয়োজন ইফতারি। ইফতারি অইটেমের অন্যতম উপাদান হচ্ছে চনা, মুড়ি,পেয়াজু,বেগুনি। ফটিকছড়িতে ইফতারি আইটেমের উক্ত খাবারের পাশাপাশি বিভিন্ন মুখ রোচক খাবারের প্রতিও আকৃষ্ট হচ্ছেন রোজাদারগণ। 

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট বাজারে অবস্থিত সিজল, ফুলকলি, মধুবন, বনফুল, মিসফালাহ, রসমেলা, জামান হোটেলসহ বিভিন্ন খাদ্য দোকান রকমারী খাবার পসরা সাজিয়ে বসেছে। ক্রেতাগণ পছন্দনুযায়ী বিভিন্ন খাবার কিনে নিচ্ছেন। 

এসব দোকানে চিকন রোল স্টিক, চিকেন ক্সিসফি, চিকেন স্ফট এন্ড জুসি, চিকেন টোষ্ট, চিকেন বল, চিকেন উইংস ফ্রাই, চিকেন সমুচা, এস পি চিকেন ফ্রাই, ফোসকা চপ, সামী কাবাব, গ্রীস কাবাব, এগ চপ, চাইনিজ চপ, চিকেন ফাকুরা, এরাবিয়ান চপ, চিকেন ভেজিটেবল ফ্রাই, বিফ টিক্কা কাবাব, প্রণ পাকুড়া, চিকেন চাসলিক, কলা ফ্রাই, পুটিং, লুচি, বাখরখানী, ব্রেড পুটিং, চিকেন ফিংগার, চিকেন হালিম, মাটন হালিম, জিলাপী, দই, ফিরনী, গাজর হালুয়া, লুচি পিঠা ইত্যাদি রকমারী খাবার পাওয়া যাচ্ছে বলে ক্রয় করছেন রোজাদারগণ। 

এমনি দোকানে ক্রয় করতে আসা মোহাম্মদ বাপ্পু বলেন, চনা, মুড়ির পেয়াজুর পাশাপাশি উন্নতমানের বিভিন্ন মুখ রোচক খাবার খেতে ইচ্ছে করে। বর্তমান গ্রামে তা পাওয়া যাচ্ছে। তাই নিতে আসলাম। 

সিজল নাজিরহাট শাখার পরিচালক আলী নেওয়াজ বলেন, উন্নতমানের বিভিন্ন মুখ রোচক খাবারের যথেষ্ট চাহিদা রয়েছে। ভাল বিক্রি হচ্ছে। 

সিভয়েস/আরআই/এমআইএম

73

সর্বশেষ

পাঠকপ্রিয়