Cvoice24.com

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ১৮ ট্রলার ডুবি,  ৩ জেলে নিখোঁজ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২২
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ১৮ ট্রলার ডুবি,  ৩ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।  এ সময় তিন জেলে নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ তিন জেলে হচ্ছেন- বাগেরহাট রামপালের দূর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. শাহিনুর, মো. ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে মোতাচ্ছির ও  সাতক্ষীরার মিজানুর রহমান। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, গত নভেম্বরে দেশের বিভিন্ন জায়গা থেকে শুটকি প্রক্রিয়া করতে দুবলায় সামুদ্রিক মাছ ধরতে আসেন প্রায় ৩০ হাজার জেলে। এসব জেলেরা দুবলাসহ প্রায় আটটি চরে অস্থায়ী বসতি গড়ে তোলেন। সেখানে থেকেই তারা সাগরে মাছ ধরেন। শুক্রবারও মাছ ধরতে তারা সাগরে যান। কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুবলায় আটটি এবং তার পাশ্ববর্তী এলাকা আলোরকোল এলাকায় আরও ১০ টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জেলে ফিরে এসেছে।

জেলেদের উদ্ধারে দুবলার ১০০ ট্রলার অভিযানে নেমেছে। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়