Cvoice24.com

৮ দফা দাবিতে চলছে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি, বন্ধ শুল্কায়ন কার্যক্রম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ৩০ জানুয়ারি ২০২৩
৮ দফা দাবিতে চলছে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি, বন্ধ শুল্কায়ন কার্যক্রম

লাইসেন্স বাতিল ও অর্থদণ্ড আরোপের অযৌক্তিক বিধি বাতিল, আইনানুগভাবে পণ্যমূল্য নির্ধারণ, লাইসেন্স হস্তান্তর সহজীকরণসহ আট দফা দাবিতে দুদিনের কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। কর্মসূচির কারণে চট্টগ্রাম কাস্টম হাউসে বন্ধ রয়েছে শুল্কায়ন কার্যক্রম। 

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে শুরু হয় এ কর্মসূচি। ফলে চট্টগ্রাম কাস্টম হাউসে বন্ধ রয়েছে শুল্কায়ন কার্যক্রম। বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট দাখিল, শুল্ক পরিশোধ সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। 

তাদের আট দফা দাবির মধ্যে রয়েছে- আমদানি ও রপ্তানিকারকের বকেয়া পাওনার দায় চাপিয়ে সিঅ্যান্ডএফ লাইসেন্স নবায়ন না করার বিধি রহিত করা, উত্তরাধিকারীর নিকট লাইসেন্স হস্তান্তর সহজীকরণ, লাইসেন্স বাতিল ও অর্থদণ্ড আরোপের অযৌক্তিক বিধি বাতিল, তথাকথিত ‘মূল লাইসেন্স‘ বাতিল হলে রেফারেন্স লাইসেন্স বাতিলের বিধি রহিতকরণ। তাছাড়া জাতীয় স্বার্থ রাজস্ব আহরণের কার্যক্রমে দেশি-বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত কোন কোম্পানিকে লাইসেন্স প্রদান না করা, আমদানি ও রপ্তানিকারকের দায় সিঅ্যান্ডএফ এজেন্টদের উপর চাপিয়ে দেয়া যাবে না, আইনানুগভাবে পণ্যমূল্য নির্ধারণ করা এবং অযথা জরিমানা আরোপের বাণিজ্য প্রতিবন্ধক আদেশ বাতিল। 

চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু) সিভয়েসকে বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধিবিধান সংশোধন, পণ্য চালান শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আদেশ বাতিলের দাবি আমাদের দীর্ঘদিনের। কিন্তু দাবি পূরণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা সরকারি সিদ্ধান্তের জন্য ২৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু কোন সাড়া না পেয়ে আমরা আজ কর্মবিরতি পালন করছি। আগামীকালও আমাদের কর্মসূচি চলবে। 

এর আগে গত ২১ জানুয়ারি এনবিআরকে চিঠি দেয় সংগঠনটি। ওই চিঠিতে বলা হয়েছে, এনবিআর গত বছরের জুলাই মাসে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং আ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে। এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। এর পরিপ্রক্ষিতে এনবিআর কর্মকর্তারা বিধিমালা সংশোধনের বিষয়ে সংগঠনের নেতাদের আশ্বস্ত করেন। অথচ এ বিষয়ে ফেডারেশনের নেতারা এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও কার্যকর কোন সাড়া পায়নি। তাতে সারা বাংলাদেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। 

প্রসঙ্গত, ২৮ জানুয়ারির মধ্যে বিধি-বিধান সংশোধনের দাবি জানিয়েছিল সংগঠনটি। কিন্তু সাড়া না পেয়ে সোমবার (৩০ জানুয়ারি) ও মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি পালন করা হবে ওই চিঠিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়