Cvoice24.com

জেসিআই`র কারণে আমি নিজেকে গড়তে পেরেছি‌ : এলিট

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১
জেসিআই`র কারণে আমি নিজেকে গড়তে পেরেছি‌ : এলিট

বক্তব্য রাখছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট

'আজ থেকে আট বছর আগে আমরা এ জুনিয়র চেম্বার প্রতিষ্ঠা করতে পেরেছি বলে আজ আমরা এতোগুলো ইয়াং লিডার পেয়েছি। এ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নানা সহযোগিতা ছাড়াও শিখেছি কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, কিভাবে মাউথপিসের সামনে কথা বলতে হয়। এ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের কারণে আমি নিজেকে গড়তে পেরেছি‌।'

শুক্রবার রাতে নগরের রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে আয়োজিত বর্ণাঢ্য চেইন হ্যান্ডওভারের (দায়িত্ব হস্তান্তর) অনুষ্ঠানে কি-নোট স্পিকার (মুখবন্ধ) হিসেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট এসব কথা বলেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামে প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করে তিনি বলেন, 'আজ থেকে আট বছর আগে আমরা একসাথে হয়ে তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম করতে চেয়েছি‌। এ জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) নিয়ে আমাদের বোর্ড মেম্বারদের বোঝাতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। ঘরে এনে দাওয়াত দিয়ে বুঝাতে হয়েছে। আমরা সেদিন এ প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি বলে আজকে আমরা এতোগুলো ইয়াং লিডার পেয়েছি।'

জেসিআই তরুণদের একমাত্র প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি বলেন, 'তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু করতে বিনিয়োগসহ নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। চট্টগ্রাম যেহেতু বাণিজ্যিক রাজধানী, এখানে ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব। তাই আমি মনে করি, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল তরুণ উদ্যোক্তাদের জন্য একমাত্র প্ল্যাটফর্ম।'


জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের সভাপতি টিপু সুলতান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি, গেস্ট অব অনার হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ উন নবী প্রিন্স ও চট্টগ্রামের সদ্য বিদায়ী সভাপতি শহীদুল মোস্তাফা চৌধুরী মিজান। 

এছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের নতুন পরিচালনা পর্ষদের কাছে পুরানো পর্ষদ দায়িত্ব হস্তান্তর করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়