Cvoice24.com

চট্টগ্রাম সমগ্র বাংলাদেশকে পথ দেখায়: মেয়র রেজাউল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১
চট্টগ্রাম সমগ্র বাংলাদেশকে পথ দেখায়: মেয়র রেজাউল

বক্তব্য রাখছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী

বন্দরনগর চট্টগ্রাম সমগ্র বাংলাদেশকেপথ দেখায়, তাই চট্টগ্রামের তরুণ ব্যবসায়ীরা শিল্প, সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যে বাংলাদেশকে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরের রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটন আয়োজিত 'চেইন হ্যান্ডওভার' র অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে তিনি একথা বলেন। 

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, 'ব্যবসা বাণিজ্যে চট্টগ্রামের একটা পুরাতন ইতিহাস আছে। একটা ঐতিহ্য আছে। আমাদের যে ঐতিহ্য সেটা যেন আমরা ফিরিয়ে আনতে পারি।'

জেসিআই'র তরুণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন 'জুনিয়র চেম্বারে যারা আছেন চট্টগ্রামের প্রতি, দেশের প্রতি তাদের দায়িত্ব আছে। আমি সবার পরামর্শ গ্রহণ করতে চাই। সবাইকে নিয়ে একটা সুন্দর শহর গড়ে তুলতে চাই। যে যেই পেশার হোক না কেন, আমি সবার পরামর্শ গ্রহণ করবো।'

ভাষার মাস ফেব্রুয়ারিতে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণ করে তিনি বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে এ দেশের স্বাধীনতা এসেছে।'

একটি সুন্দর নগরী গড়ে তুলতে তরুণ ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী, বঙ্গপোসাগর। পাহাড় পর্বত আর প্রাকৃতিক সম্পদে চট্টগ্রাম ভরপুর। চট্টগ্রাম সমগ্র বাংদেশকে পথ দেখায়। আপনারা নতুন প্রজম্ম, নতুন ব্যবসায়ী। শিল্প, সংসস্কৃতি, ব্যবসা বাণিজ্যে আপনারাই বাংলাদেশকে পথ দেখাবেন।'

ভালো কিছু গড়তে হলে ত্যাগ স্বীকার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'কাউকে না কাউকে তো ত্যাগ স্বীকার করে পথ দেখাতে হবে। যেমনটা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা আমাদের পথ দেখিয়েছে।' 

পরে মেয়রকে জেসিআই'র পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন নতুন কমিটির সভাপতি মো. টিপু সুলতান শিকদার। 

জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের সভাপতি টিপু সুলতান সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি, গেস্ট অব অনার হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বক্তব্য রাখেন। কি-নোট স্পিকার (মুখবন্ধ) হিসেবে বক্তব্য রাখেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।

আরও বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ উন নবী প্রিন্স ও চট্টগ্রামের সদ্য বিদায়ী সভাপতি শহীদুল মোস্তাফা চৌধুরী মিজান। 

এছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের নতুন পরিচালনা পর্ষদের কাছে পুরানো পর্ষদ দায়িত্ব হস্তান্তর করে।

সিভয়েস/এপি
 

সর্বশেষ

পাঠকপ্রিয়