Cvoice24.com

সিএসইতে লেনদেন বেড়ে ২০৬ কোটি টাকা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ৬ মার্চ ২০২১
সিএসইতে লেনদেন বেড়ে ২০৬ কোটি টাকা

সিএসইতে লেনদেন বেড়ে ২০৬ কোটি টাকা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে লেনদেন বেড়েছে। বিদায়ী সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ) পর্যন্ত ৫ কার্যদিবসে বেড়েছে সূচকের হারও। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ২০৬ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৭৪৬ টাকার। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২০৬ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৭৪৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৩ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৪১ টাকা বা ৬৮ দশমিক ৫২ শতাংশ বেশি হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৫ দশমিক ৭৫ পয়েন্ট বা ২ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ দশমিক ৩৫ পয়েন্টে।  

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়