Cvoice24.com

ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ১৮ জুন ২০২১
ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও

ঢাকা ব্যাংক বংশাল শাখা

ঢাকা ব্যাংকের রাজধানীর বংশাল শাখার ভল্ট থেকে রাতের আঁধারে ৩ কোটি ৭৭ লাখ টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাংকটির সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশনস) ইমরান আহমেদকে ৫৪ ধারায় আটক করেছে বংশাল থানা পুলিশ।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে বিপুল অঙ্কের টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।’

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ বিষয়ে এখনো মামলা হয়নি। মামলা হলে এটি দুদকে (দুর্নীতি দমন কমিশন) চলে যাবে। পুরো বিষয়টি দুদক-ই তদন্ত করে দেখবে।’

বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ।

সর্বশেষ

পাঠকপ্রিয়