Cvoice24.com

বন্দরের ‘ব্যাকআপ’ চান মেয়র রেজাউল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ২০ জুন ২০২১
বন্দরের ‘ব্যাকআপ’ চান মেয়র রেজাউল

আর্থিক সমস্যায় জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সমালোচনা আছে, আয়ের খাতগুলো ঠিকমতো কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে সংস্থাটি। সাথে আছে অযাচিত ব্যয়। এই দুই কারণে করুণ অবস্থা চসিকের। এমন বাস্তবতায় চট্টগ্রাম বন্দর থেকে আর্থিক ব্যাকআপ চেয়েছেন চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। 

রবিবার (২০ জুন) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহানের সাথে বন্দর ভবনে সাক্ষাৎকালে এ সহযোগিতা চেয়েছেন মেয়র রেজাউল। 

এসময় মেয়র রেজাউল বলেন, ‘চসিকের আয়ের বড় সূত্র ছিল বন্দরের অকট্রয় থেকে প্রাপ্ত আর্থিক যোগান। কিন্তু অনেক দিন থেকেই অকট্রয় আদায়ের উৎসটি বন্ধ রয়েছে। ফলে চসিকের আর্থিক সক্ষমতায় বড় ঘাটতি দেখা দিয়েছে।’

চট্টগ্রামের উন্নয়নে বন্দরের গুরুত্বপূর্ণ অবদান থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি নগরীর উন্নয়নের সামঞ্জস্যতার বিষয়টি অত্যন্ত প্রনিধানযোগ্য। চট্টগ্রাম নগরীর উন্নয়ন না হলে বন্দরের গুরুত্বও থাকে না। এই বিষয়টি ভাবতে হবে এবং চট্টগ্রাম বন্দরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ব্যাকআপ দিতে হবে।’

বন্দর কর্তৃপক্ষ ও চসিকের এ বৈঠকে উঠে আসে কর্ণফুলী ট্যানেল ও চট্টগ্রামের সম্ভাবনাময় বিষয়গুলো। এসময় মেয়র বলেন, ‘কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণ সম্পন্ন হলে দক্ষিণ তীরে নগরায়ন ও শিল্পাঞ্চল গড়ে উঠবে এবং একের মধ্যে দু’টি নগরীর সৃষ্টি হবে। এর ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বন্দরের গুরুত্ব দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে। তাই দু’টি প্রতিষ্ঠানের সমন্বয় ও দ্বিপাক্ষিক স্বার্থের পরিধি বাড়াতে হবে।’

এসময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান মেয়রের সাথে সহমত পোষণ করে বলেন, চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন একা চসিকের পক্ষে সম্ভব নয়। এই নগরীর সাথে জাতির ভাগ্য পরিবর্তনের যোগসূত্রতা রয়েছে। তাই আমাদের একে অপরের সাথে সম্বন্বয় সাধন করে নগরকে আলোকিত করতে হবে এবং সমগ্র দেশকে পজিটিভ ব্যাক আপ দিতে হবে।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, এস্টেট অফিসার মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃক্ষের সদস্য প্রশাসন ও পরিকল্পনা জাফর আলম, সদস্য প্রকৌশল নিয়ামুল আমিন, ডেপুটি কনজারবেটর ক্যাপ্টেন ফরিদ, সচিব ওমর ফারুক, প্রধান প্রকৌশলী মোহাম্মদ হোসেন খান, এস্টেট অফিসার জিল্লুর রহমান প্রমুখ।

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়