Cvoice24.com

ই-ফাইল ব্যবহারের সিদ্ধান্তে বন্দর, সর্বোচ্চ ব্যবহারকারী পাবে পুরস্কার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ১৯ অক্টোবর ২০২১
ই-ফাইল ব্যবহারের সিদ্ধান্তে বন্দর, সর্বোচ্চ ব্যবহারকারী পাবে পুরস্কার

সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনতে একের পর এক উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ই-পেমেন্টে বন্দরের ভেতরে পণ্যবাহী পরিবহন প্রবেশের নিয়ম চালুর পর অনলাইন নথির কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে এবার ই-ফাইল ব্যবহারের নিয়ম চালু করেছে বন্দর কর্তৃপক্ষ। শুধু তাই নয়; সর্বোচ্চ ই-ফাইল ব্যবহারকারী বন্দর কর্মকর্তা-কর্মচারী পাচ্ছেন সর্বোচ্চ ৫ হাজার টাকা পুরস্কার।

আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে শতভাগ ডিজিটালাইজেশনে আনতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে ই-ফাইল ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে একটি নৈতিকতার সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিমাসে সর্বোচ্চ ই-ফাইল ব্যবহারকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। 

চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক সিভয়েসকে বলেন, ‘বন্দরে আধুনিকায়ন করতে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমরা চাই বন্দর প্রথাগত নিয়ম থেকে বেরিয়ে আসুক। কারণ সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে তাল মেলাতে হলে আমাদেরকেও ডিজিটালাইজেশনের দিকে জোর দিতে হবে। ই-পেমেন্টের মাধ্যমে বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি প্রবেশ করানোর পদ্ধতি চালু হয়েছে। যদিও নিয়মটির সঙ্গে খাপ খাইয়ে নিতে আমরা পরিবহন সংশ্লিষ্টদের বেশ কিছুদিন সময় দিয়েছিলাম। গত ২০ সেপ্টেম্বর বন্দরের নৈতিকতার সভায় ই-ফাইল ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সর্বোচ্চ ই-ফাইল ব্যবহারকারী কর্মকর্তা বা কর্মচারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। চলতি মাস থেকেই সিদ্ধান্তটির বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

-সিভয়েস/টিএম

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়