Cvoice24.com

বাড়ছে না আয়কর জমাদানের সময়

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ২৮ নভেম্বর ২০২১
বাড়ছে না আয়কর জমাদানের সময়

প্রতীকী ছবি

আয়কর প্রদানের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ৩০ নভেম্বর শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা।

রোববার (২৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, সময়মতো আয়কর রিটার্ন দাখিলে কারো কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা জরিমানায় এক মাস সময় পাওয়া যাবে। আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণী দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে। জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের আয়কর বিবরণী দাখিলের অনুরোধ জানান তিনি।

এর আগে চলতি মাসের ২৪ তারিখে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছিল দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

সর্বশেষ

পাঠকপ্রিয়