Cvoice24.com

বাড়ছে না ভোজ্যতেলের দাম

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ৬ জানুয়ারি ২০২২
বাড়ছে না ভোজ্যতেলের দাম

বাড়ছে না ভোজ্যতেলের দাম।

ভোজ্যতেলের দাম বাড়ছে না। বৃহস্পতিবার অত্যাবশ্যকীয় পণ্য (চিনি ও ভোজ্যতেল) বিদ্যমান মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধন ও ব্যয় বিবরণী হালনাগাদকরণের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম শফিকুজ্জামান।  

তিনি বলেন,আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না। আগামী মঙ্গলবার কমিটির সদস্যরা বেশি বড় পরিশোধনকারী মিলে পরিদর্শন করবেন। সেখানে আমদানি মূল্য, প্যাকেজিং ও অন্যান্য খরচসহ সব পর্যালোচনা করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এরআগে গত ৫ জানুয়ারি সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রিফাইনাররা। দাম বৃদ্ধির সিদ্ধান্তে কারণ দেখান আমদানি ব্যয় বৃদ্ধি। সেসময় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয় অবগত করে চিঠি পাঠিয়েছিলেন।

চিঠিতে আগামী সপ্তাহের ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তারা।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়