Cvoice24.com

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিকমানে রুপ দিতে কমিটি গঠনের সুপারিশ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮, ২৩ জানুয়ারি ২০২২
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিকমানে রুপ দিতে কমিটি গঠনের সুপারিশ

চট্টগ্রাম বন্দর। -ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরকে আরও আকর্ষণীয় করে তুলতে থ্রিডি মডেল তৈরির পাশাপাশি আন্তর্জাতিকমানে পরিণত করতে পাঁচ-ছয় সদস্যের স্থায়ী কমিটি গঠনে বন্দর কর্তৃপক্ষকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের চলমান প্রকল্প, রাজস্ব আয়-ব্যয় ও বন্দরকে আন্তর্জাতিকমানে পরিণত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে বন্দরের সার্বিক উন্নয়নে পাঁচ-ছয় বিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করে সদস্যরা নিয়মিত ফলোআপ করার বিষয়ে আলোচনা হয়েছে। 

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর উত্তম ও মেজর (অব.) রফিকুল ইসলাম। বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মো. মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা। 

এসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/টিএম

সর্বশেষ

পাঠকপ্রিয়