Cvoice24.com

বন্দরে কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ১৩ মে ২০২২
বন্দরে কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি 

চট্টগ্রাম বন্দর চত্বরে থাকা ব্যাটারি ও ইলেকট্রনিকস পণ্যবাহী একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৩ মে) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক সিভয়েসকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ভোরে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনারে আগুন লেগেছে। কনটেইনারটি ছিল এটিএস লজিস্টিক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের। কনটেইনারের ভেতর বিভিন্ন ধরনের এলইডি লাইট, টিউব লাইট, ব্যাটারিসহ বিভিন্ন ইলেকট্রিকের সরঞ্জাম ছিল। কনটেইনারটি এখন আলাদাভাবে রাখা হয়েছে। কেন আগুন লেগেছে তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এরআগে আজ শুক্রবার (১৩ মে) ভোর সোয়া ৬টায় বন্দরের ৪ নম্বর গেট এলাকায় কনটেইনারটিতে আগুন লাগে। তিনটি স্টেশনের আটটি ইউনিট দিয়ে দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সর্বশেষ

পাঠকপ্রিয়