Cvoice24.com

ভোজ্যতেল কোম্পানির বিরুদ্ধে মামলা: এস আলমসহ ৪ প্রতিষ্ঠানের শুনানি কাল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১৮ মে ২০২২
ভোজ্যতেল কোম্পানির বিরুদ্ধে মামলা: এস আলমসহ ৪ প্রতিষ্ঠানের শুনানি কাল

আগামীকাল বৃহস্পতিবার (১৯ মে) প্রতিযোগিতা কমিশনের মামলার শুনানিতে অংশ নেবে এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম) সহ ৪ প্রতিষ্ঠান। এর আগে, ভোজ্যতেলের ব্যবসায় কারসাজি ঠেকাতে প্রতিযোগিতা কমিশনের গঠিত অনুসন্ধান দল কয়েকটি ভোজ্যতেল কোম্পানির গুদাম ও শোধনাগারে অনুসন্ধান চালিয়ে আমদানিকারক আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে।

এদিকে আজ বুধবার এ মামলার শুনানিতে চার কোম্পানির প্রতিনিধি অংশ নেন। পৃথকভাবে চার কোম্পানির সঙ্গে কমিশনের শুনানি হয়। এ শুনানিতে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শুনানিতে অংশ নেওয়া কোম্পানিগুলোর কাছে সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের বিভিন্ন প্রশ্ন করা হয়। তবে কমিশনের প্রশ্নের জবাব দিতে কোম্পানিগুলো আরও সময় চায়। পরে কমিশন শুনানির জন্য নতুন দিন ধার্য করে।

নতুন ধার্য দিন অনুযায়ী, আগামী ২২ জুন শুনানির জবাব দিতে প্রতিযোগিতা কমিশনে আসবে বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা), মেঘনা গ্রুপের ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ)। ২৭ জুন শুনানির জন্য সময় চেয়েছে সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর) ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা)।

এদিকে, আগামীকাল (১৯ মে) প্রতিযোগিতা কমিশনের শুনানিতে অংশ নেবে এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম), শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি), প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম) ও গ্লোব এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ)।

সর্বশেষ

পাঠকপ্রিয়