Cvoice24.com

‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আত্মঘাতী’

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ২১ মে ২০২২
‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আত্মঘাতী’

ব্যবসায়ী নেতাদের সংবাদ সম্মেলন

মহামারি করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত বিশ্ব অর্থনীতি। যার স্পষ্ট প্রভাব বাংলাদেশেও। প্রতিদিনই বাড়ছে কোন না কোন পণ্যের দাম। বাড়ছে মূল্যস্ফীতি। এতে উৎপাদন খরচের সঙ্গে দাম সমন্বয় করতে হিমশিম খাচ্ছেন উৎপাদকরা। এই অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে আত্মঘাতী দাবি মনে করেন ব্যবসায়ী নেতারা।

শনিবার (২১ মে) রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারকে বিপাকে ফেলতে কোন অসাধু চক্র এই কাজ করছে। প্রতিযোগী দেশগুলো যখন এই খাতে ছাড় দিচ্ছে তখন আমাদের পিছিয়ে দেয়ার ছক আঁকা হচ্ছে। বিষয়টিকে আমলাতান্ত্রিক নয়, বরং রাজনৈতিকভাবে দেখার দাবি তোলেন আলোচকরা।

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেন বক্তারা। দাম না বাড়িয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার দাবি তোলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। কুয়িক রেন্টাল পদ্ধতি নয়, প্রয়োজনে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়ানোর দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জ্বালানির দাম বাড়ার অজুহাতে বিদ্যুতের দাম বাড়ানোকে অযৌক্তিত বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।

সর্বশেষ

পাঠকপ্রিয়