Cvoice24.com

কার্নেট সুবিধায় আনা ১০৪ গাড়ি কিনতে চায় ১৬৩ ক্রেতা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ১৪ জুন ২০২২
কার্নেট সুবিধায় আনা ১০৪ গাড়ি কিনতে চায় ১৬৩ ক্রেতা

চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যটন (কার্নেট দ্য প্যাসেজ) সুবিধায় আনা বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, মিতসুবিশি ও লেক্সাস জিপসহ বিলাসবহুল গাড়ি কিনতে আগ্রহী ক্রেতাদের (বিডার) নিলামের প্রস্তাবিত মূল্য গ্রহণ করা হয়েছে। ১০৪ গাড়ি কিনতে দরপত্র জমা দিয়েছেন ১৬৩ ক্রেতা। বাকি চারটি গাড়িতে কোন দরপত্র জমা পড়েনি। অর্থাৎ এসব গাড়ি কিনতে ক্রেতারা কোন আগ্রহ দেখায় নি। আগামী ১৯ জুন এসব গাড়ির নিলাম অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

রোববার (১২ জুন) সকাল ৯টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ১০৮ গাড়ির নিলামের প্রস্তাবিত মূল্য গ্রহণ করা হয়। তবে অধিকাংশ গাড়ি কিনতে আগ্রহ দেখিয়ে নিলামে অংশ নিয়েছে কেপিএল কনস্ট্রাকশন এন্ড ডেভেলপারস লিমিটেড। এর আগে ৫ থেকে ৯ জুন পর্যন্ত ক্রেতারা গাড়িগুলো দেখার সুযোগ পেয়েছিলেন। তবে গুণগত মান বজায় না থাকায় মিতসুবিশি মিনি জিপ, মিতসুবিশি ইন্টার কুলার টার্বো-২৮০০, মিতসুবিশি জিপ, পাজেরো ভি৬৩৫০০ মডেলের গাড়িগুলো কিনতে আগ্রহ দেখাননি কোন ক্রেতা। 

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ১০৮ গাড়ি কিনতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মার্সিডিজ বেঞ্জের কার কিনতে ২ জন, বিএমডব্লিউ ফোর কিনতে ২ জন, জিপ কিনতে ১ জন, লেক্সাস কার কিনতে ৩ জন, মিতসুবিশি শোগান কিনতে ১ জন, লেক্সাস মডেলের গাড়ি কিনতে ৩ জন, লেক্সাস জিপ কিনতে ১ জন, লেক্সাস জিপ ওয়াইআর ৫১পিওয়াইও মডেলটি কিনতে ১ জন, মিতসুবিশি জিপ কিনতে ২ জন, ল্যান্ড রোভার কিনতে ২ জন, মার্সিডিজ জিপ কিনতে ১ জন, বিএমডব্লিউ জিপ কিনতে ২ জন, জাগোয়ার কার কিনতে ২ জন, মার্সিডিজ বেঞ্জ কিনতে ১ জন, মার্সিডিজ কিনতে ১ জন, ওবিপিসি-১ মডেল কিনতে ১ জন, বিএমডব্লিউ এক্স-৫ কিনতে ১ জন, বিএমডব্লিউ ওয়াই৩৭৯০ এম আর মডেলে ১ জন, বিএমডব্লিউ ওয়াই ৭৭৮ ইউজিএক্স কিনতে ২ জন, বিএমডব্লিউ এক্স-৫ (এ৮এমইউজে) কিনতে ২ জন, মিতসুবিশি কার কিনতে ২ জন আগ্রহ দেখিয়েছেন।

এছাড়া ছয় সিটের মিতসুবিশি জিপের জন্য ১ জন, ল্যান্ড ক্রুইজার কিনতে ২ জন, চার সিটের বিএমডব্লিউ কার কিনতে ১ জন, ছয় সিটের মিতসুবিশি জিপের জন্য ২ জন, পাঁচ সিটের মার্সিডিজ বেঞ্জ কিনতে ২ জন, ছয় আসনের টয়োটা গাড়িটি কিনতে ৩ জন, মিতসুবিশি পাজেরো কিনতে ১ জন, লেক্সাস জিপ কিনতে ১ জন, টয়োটা ল্যান্ডক্রুইজার কিনতে ১ জন, চার আসনের বিএমডব্লিউ কিনতে ১ জন, ল্যান্ড রোভার জিপটি কিনতে ৩ জন, রেঞ্জ রোভার জিপ কিনতে ৩ জন, হোন্ডা মডেলের গাড়িটি কিনতে ১ জন, দাইয়ো মডেলটি কিতে ১ জন, হোন্ডা সিআরভি জিপ কিনতে ২ জন, ভলক্সওয়াগেন কিনতে ২ জন, চার আসনের ফোর্ড-৪ কিনতে ১ জন, বিএমডব্লিউ এক্স-৫ কিনতে ৩ জনসহ মোট ১৬৩ জন বিডার দরপত্র জমা দিয়েছেন।  

এদিকে মিতসুবিশি মিনি জিপ, মিতসুবিশি ইন্টার কুলার টার্বো-২৮০০, মিতসুবিশি জিপ, পাজেরো ভি৬৩৫০০ এই চার মডেলের গাড়ি কিনতে ক্রেতারা কোন দরপত্র জমা দেননি। টায়ার নষ্ট হওয়া, ইঞ্জিনের বেহাল দশা ও সিট নষ্ট হবার কারণে ক্রেতারা কোন আগ্রহ দেখাননি বলে কাস্টমস সূত্রে জানা গেছে। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (নিলাম শাখা) মো. আল আমিন সিভয়েসকে বলেন, গাড়িগুলো নিলামে তুলতে সহজে ক্লিয়ারেন্স পারমিট (সিপি) পাওয়ার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলাম। তারা সবদিক বিবেচনা করে ১০৮ গাড়ির মধ্যে ৮৬টি গাড়ির ওপর সিপি দিয়েছেন। তবে আগ্রহী ক্রেতারা ১০৮ গাড়ির উপরেই দরপত্র জমা দিতে পেরেছেন। আগামী ১৯ জুন আমরা দরপত্র খুলবো। আশা করছি এবার আমরা ভালো সাড়া পাবো। 

উল্লেখ্য ২০১১-২০১২ সালের দিকে পর্যটকরা এই গাড়িগুলো আমদানি করেছেন। যারা গাড়িগুলো এনেছে তারা বাংলাদেশি। বাংলাদেশে কার্নেট দ্য প্যাসেজের আওতায় আনা গাড়ি শুল্কমুক্ত নেওয়ার কোন সুযোগ নেই। তখনই এধরনের সুবিধায় আনা গাড়ি খালাস স্থগিত করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়