Cvoice24.com

তেল আটা ময়দার বাড়তি দাম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৬, ২৬ মে ২০২৩
তেল আটা ময়দার বাড়তি দাম

দীর্ঘদিন ধরে ক্রেতাদের ভোগাচ্ছে পেঁয়াজ, চাল, চিনি, সবজিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের বাড়তি দাম। এবার সপ্তাহের ব্যবধানে নতুন করে বাড়তে শুরু করেছে আটা, ময়দা আর খোলা ভোজ্যতেলের দাম। সে সঙ্গে পাল্লা দিয়ে  বাড়ছে ডিম আলুর দামও। তবে 
সবজিতে স্বস্তি মিলছে কিছুটা। মাছ, মাংস, সবজি বিক্রি হচ্ছে আগের দামে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৬ মে) নগরের হালিশহর এলাকার বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেড়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ টাকা বেড়ে প্রতিকেজি খোলা ময়দা ৬৫ টাকা ও প্যাকেটজাত ময়দা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি আটায় ২ টাকা বেড়ে খোলা আটা ৫৫ টাকা ও প্যাকেটজাত আটা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পাইকারি বাজার খাতুনগঞ্জে ৭৮ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ খুচরায় ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে প্রতি ডজন লাল ডিম ১৪০ ও হাঁসের ডিম ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরের ঈদগা কাঁচাবাজারে ডিম বিক্রেতা মো. শাহেদ সিভয়েসকে বলেন, বাজারে মুরগির খাদ্যের দাম বাড়ায় ডিমের দাম বেড়েছে। পাইকাররা বাড়তি দামে বিক্রি করায় খুচরায়ও ডিমের দাম বাড়তি। 

এদিকে সবজির বাজারে প্রতিকেজি বরবটি ৬০ টাকা, বেগুন ৬০, চিচিঙ্গা ৭০, পটল ৬০, লাউ ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, লতি ৫০, ধুন্দল ৯০ ও টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে মাছের বাজারে প্রতিকেজি শিং মাছ ৩৫০ টাকা, রুই ২৫০ টাকা, শোল মাছ ৬শ টাকা, কোরাল ৭শ টাকা, চিংড়ি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

তাছাড়া মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ২২০ টাকা, সোনালি ৩২০ টাকা ও দেশি মুরগি ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতিকেজি গরুর মাংস ৮৫০ থেকে ৯শ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়