Cvoice24.com

খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, পাইকারকে জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ২৯ মে ২০২৩
খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, পাইকারকে জরিমানা

দ্রব্যমূল্যের তালিকা না থাকা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স মিতালী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় আরো একটি প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়েছে। 

সোমবার (২৯ মে) চট্টগ্রামে বৃহত্তর ভোগ্যপণ্যের পাইকারী বাজার খাতুনগঞ্জে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। 

তিনি সিভয়েসকে বলেন, খাতুনগঞ্জের মেসার্স মিতালী ট্রেডার্স থাইল্যান্ডের আদা ২৪০ টাকা দরে বিক্রি করছেন। কিন্তু এর কোন মূল্য তালিকা নেই। এ আদার দাম বেশি। আমার মনে হয়েছে বাড়তি দামে বিক্রি করার জন্য তিনি মূল্য তালিকা রাখেন নি। তাই ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আল নূর করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাগজপত্রে আমরা সমস্যা পেয়েছি। আমরা এগুলো খতিয়ে দেখবো। তাই প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দিয়েছি।

সর্বশেষ

পাঠকপ্রিয়